মদনে ধর্ষণ মামলার পলাতক আসামি র্যাবের হাতে গ্রেপ্তার
আপডেটঃ ১১:১২ পূর্বাহ্ণ | নভেম্বর ২৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা প্রতিনিধি:নেত্রকোনার মদন উপজেলার ধর্ষণ মামলার পলাতক আসামি শফিকুল ইসলাম (২৫) র্যাব-১৪ এর অভিযানে গ্রেপ্তার হয়েছে। তিনি মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর গ্রামের সনজু মিয়ার ছেলে।
গ্রেপ্তারের বিবরণ:
র্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. আব্দুল হাই জানান, বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে নরসিংদী সদর থানাধীন খিক্ষা চত্বর এলাকা থেকে র্যাব-১৪ এর একটি আভিযানিক দল র্যাব-১১ এর সহায়তায় শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে।
ঘটনার বিবরণ:
গত ১০ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে ভুক্তভোগী নারী ঘরের বাইরে ময়লা ফেলতে গেলে শফিকুল ইসলাম তাকে মুখ গামছা দিয়ে বেঁধে এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে গত ২০ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
আইনানুগ প্রক্রিয়া:
গ্রেপ্তারকৃত আসামিকে মদন থানায় হস্তান্তর করা হয়েছে এবং শুক্রবার (২২ নভেম্বর) তাকে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়। মদন থানার এসআই বাহারুল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া অব্যাহত রয়েছে।র্যাবের এই অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছে এবং আশা করেছে, এ ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদার হবে।
IPCS News : শহীদুল ইসলাম :নেত্রকোনা