সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে সশস্ত্র বাহিনী দিবস ২০২৪ উদযাপিত

আপডেটঃ ১১:৩৩ পূর্বাহ্ণ | নভেম্বর ২৩, ২০২৪

manohardi-armed-forces-day-2024-celebration

নিউজ ডেস্কঃ

মোঃ তাজুল ইসলাম বাদল, মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে সশস্ত্র বাহিনী দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় মনোহরদী উপজেলার পুরাতন কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সার্বিকভাবে পরিচালনা করেন মনোহরদী উপজেলা সশস্ত্র বাহিনীর (অবসরপ্রাপ্ত) কর্মকর্তারা।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণসমূহ

  • সভাপতিত্ব: সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আনোয়ার হোসেন (অবঃ)।
  • প্রধান অতিথি: লেফটেন্যান্ট কর্নেল প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন পিএইচডি (অবঃ), অ্যাডভোকেট, ঢাকা বার।
  • বিশেষ অতিথি: সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ শহিদুল্লাহ (অবঃ), মোঃ নুরুল ইসলাম (অবঃ) এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা।
  • সঞ্চালনা: লেন্স কর্পোরাল মোঃ রফিকুল ইসলাম (শামীম) (অবঃ)।

আয়োজনে ছিল:

  • একটি বর্ণাঢ্য র‍্যালি, যা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
  • সশস্ত্র বাহিনীর অবদান ও ঐতিহ্য নিয়ে আলোচনা সভা।
  • অনুষ্ঠানের শেষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল।

উপস্থিতি:

অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা অংশ নেন।সশস্ত্র বাহিনী দিবস উদযাপনে মনোহরদী উপজেলার এই আয়োজন প্রশংসিত হয়েছে এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।

IPCS News : Dhaka