শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে ঐতিহ্যবাহী খিদির পুর (ডিগ্রি) কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

আপডেটঃ ৬:১৪ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১২, ২০২৪

নিউজ ডেস্কঃ

নরসিংদী প্রতিনিধি:- নরসিংদী জেলার মনোহরদী,উপজেলার ঐতিহ্যবাহী খিদিরপুর ডিগ্রি কলেজের ঐতিহ্য কে আধুনিক বিজ্ঞান, মনস্ক,  ও যুগোপযোগী করার লক্ষ্যে, ১১ই সেপ্টেম্বর ২০২৪ রোজ বুধবার সময় সকাল ১১টায় খিদিরপুর ডিগ্রি কলেজ মাঠে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি, জনাব হাছিবা খান ( উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি, গভনিং বডি, খিদিরপুর ডিগ্রি কলেজ মনোহরদী নরসিংদী। সভাপতি, জনাব, মোঃ নাজিমউদ্দীন (অধ্যক্ষ ভারপ্রাপ্ত খিদিরপুর ডিগ্রী কলেজ)।বিশেষ অতিথি, জনাব,বাকিউল ইসলাম (বাকী) (প্রিন্সিপাল মন তলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা।জনাব,মোঃ আনোয়ার হোসেন প্রধান শিক্ষক খিদিরপুর সঃ বিঃ।আরও উপস্থিত ছিলেন, সহযোগী অধ্যাপক আবেদা সুলতানা।মোঃ ফারুকুজজামান প্রভাষক।আজমল হোসেন সহ অধ্যাপক।সোহরাব হোসেন, ( প্রভাষক)।এ,টি,এম,বেলায়েত হোসেন সিঃ প্রভাষক।অনুষ্ঠান সঞ্চালনায়ঃ জনাব,বেলায়েত হোসেন প্রভাষক।সহ অত্র  কলেজের ছাত্র ছাত্রী সহ অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। 

মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।