শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে আওয়ামীলীগের বিস্ফোরণ-লুটপাটের ঘটনায় ৩৯ জন নেতাকর্মী বিরুদ্ধে মামলা।

আপডেটঃ ৬:০৩ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১২, ২০২৪

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- নেত্রকোনার মদনে বিস্ফোরণ ও লুটপাটের অভিযোগে বীরমুক্তিযোদ্ধা ছদ্দু মিয়া (৬০) কে প্রধান আসামি করে ৩৯ জনের নাম উল্লেখসহ আরোও অজ্ঞাতনামা ৫০/৬০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।গত ৮ সেপ্টেম্বর রবিবার মদন থানায় মোঃ সামছুল হক নামে এক ব্যক্তি বাদী হয়ে এ মামলা দায়ের করে।এ তথ্য নিশ্চিত করেছেন মদন থানা অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হক।এদিকে বর্তমান কাইটাইল ইউপি চেয়ারম্যান পদে নিয়োজিত, সাফায়েত উল্লাহ রয়েল উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম (৫৭), তারেক (২৬), উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (৪৮), সাবেক খাদ্যবান্ধব কর্মসূচি ডিলার বুলবুল (৫৮), নায়েকপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হাদিছ উদ্দিন (৫৮) যুবলীগ নেতা মিজানুর রহমান মিলনসহ অনেকে আসামী হয়েছেন।

মামলার বাদী তার আরজিতে অভিযোগ করেছেন, গত ২৩ এপ্রিল ২০২২সালে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র রামদা বল্লম ও ককটেল নিয়ে আসামি সাফায়েত উল্লাহ রয়েল হুকুম দেয় শামসুল হক বিএনপি করে এর দোকানপাট লুটপাটের নির্দেশ দেওয়ার সাথে সাথে আসামি সাগর মিয়া (২৫) শামসুল হকের দোকানের সামনে একটি ককটেল বিস্ফোরণ করে সঙ্গে সঙ্গে আসামি মোতাহার (৪২) তার হাতে থাকা ককটেলটি শামসুল হকের ফলের দোকানের ভিতরে বিস্ফোরণ ঘটায়।

এ সময় দোকানের মালিক সামছুল হক বলেন আমি সহ আসে পাশের দোকানদারা আতঙ্কিত হইয়া পড়ে।আসামি মজিদুল আলম (৪৫) আমার ক্যাশবক্স থেকে তিন লক্ষ দশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং আসামি আনোয়ার হোসেন (৪২) এলোপাথাড়ি লোহার রড দিয়ে আমাকে মারধর করে তখন আমি আমার প্রাণ রক্ষার্থে পাশের দোকানে গিয়ে আশ্রয় নেই।

এর পরে সমস্ত আসামিগণ আমার দোকানপাট ভাঙচুর ও সব ফল লুটপাট করে নিয়ে যায়।এতে আমার ৬ লক্ষ টাকার মালামাল লুটপাট করে। আওয়ামী লীগের দুষ্কৃতিকারী আসামি গণ রাস্তায় যানবাহন ভাঙচুর টায়ার অগ্নিসংযোগের বড় ধরনের নাশকতা ঘটিয়ে ১৯৭৪ সালের আইনের ১৫(৩) ধারার অপরাধে বিস্ফোরক আইনের ৩/৬ অপরাধ করে।

বর্তমান দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক হওয়ায় থানায় এ মামলা দায়ের করতে সক্ষম হয়েছি।উক্ত মামলা উপজেলা আওয়ামী লীগের সদস্য ফরিদ মিয়া এবং উপজেলা যুবলীগ নেতা হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হক এ প্রতিনিধিকে বলেন,বিস্ফোরক অগ্নিসংযোগ ও লুটপাটের দায়ে মামলা হয়েছে।

উক্ত মামলায় দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।বাকি আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।