রবিবার ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে রেড ক্রিসেন্টের অর্থ বিতরণ ।

আপডেটঃ ৪:৩৮ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৭, ২০২১

নিউজ ডেস্কঃ

তানোরের কামারগাঁ ইউনিয়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী জেলা ইফনিট গত সোমবার (৬ সেপ্টেম্বর) করোনাকালীন ক্ষতিগ্রস্ত ১৯২ জনকে নগদ ২৫০০টাকা করে প্রদান করেছে।বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে এই নগদ অর্থ বিতরন করা হয়।বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সদর দপ্তরের ম্যানেজিং বোর্ডের সদস্য প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে অর্থ বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের সেক্রেটারী মোঃ শফিকুজ্জামান শফিক, কার্য নির্বাহী কমিটির সদস্য মীর তৌফিক আলী ভাদু, মোঃ সামাউন ইসলাম, কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোসলেম আলী প্রামাণিক।উল্লেখ, গত রোববার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট গোদাগাড়ী উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্থ ১৯২ জনকে নগদ ২৫০০ টাকা প্রদান করেছে।

IPCS News Report : Dhaka : বাবুল : রাজশাহী।