গ্রেফতার জামায়াত নেতাদের বিরুদ্ধে মামলা, রিমান্ডে চায় পুলিশ
আপডেটঃ ১২:৫৮ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৭, ২০২১
নিউজ ডেস্কঃ
ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর সেক্রটারি জেনারেলসহ ৯ জনের বিরুদ্ধে।মঙ্গলবার সকালে ভাটারা থানার ওসি সাজেদুর রহমান এ তথ্য জানিয়েছেন।ওসি সাজেদুর রহমান বলেন, ১০ দিনের রিমান্ডে চেয়ে আমরা তাদের আদালতে পাঠাব।রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে সোমবার সন্ধ্যায় পুলিশের একটি দল জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ নয়জনকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতদের মাঝে আরো রয়েছেন-দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ প্রমুখ।ঢাকার পুলিশ কমিশনার মোহা.শফিকুল ইসলাম জানান, গোপন বৈঠক করার সময় তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের সময় তাদের কাছে যেসব আলামত পাওয়া গেছে, প্রাথমিকভাবে সেগুলো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে।
IPCS News Report : Dhaka :