জাতীয় শোক দিবস উপলক্ষে মিডল্যান্ড ব্যাংক রাজশাহী শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
আপডেটঃ ৪:৫৭ অপরাহ্ণ | আগস্ট ৩০, ২০২১
নিউজ ডেস্কঃ
জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে মিডল্যান্ড ব্যাংক রাজশাহী শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।গতকাল রোববার(২৯ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় নগরীর বিমান চত্বরে গাছের চারারোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম. শরীফ উদ্দিন।কর্মসূচির আওতায় নগরীর আলিফ লাম মিম থেকে বুধপাড়া সড়কের বিমান চত্বরে ও চন্দ্রিমা থানা মোড় এলাকায় ১৫৬০টি বৃক্ষরোপণ করা হয়েছে।এরমধ্যে ৫০০ রঙ্গন, ৫০০ চায়না টগর, ২০০ পাতাবাহার, ১০০ লালহেজ, ১০০ ঝাউ, ৫০ পানচেটিয়া, ৩০টি হাসনাহেনা ও ৮০টি পাম গাছের চারা লাগানো হয়েছে।আসুন গাছ লাগাই ও বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গঠনে অংশ নেই।এই স্লোগান রেখে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে মিডল্যান্ড ব্যাংক রাজশাহী শাখা।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের তত্বাধায়ক প্রকৌশলী মোঃ নূর ইসলাম তুষার, মিডল্যান্ড ব্যাংক রাজশাহীর আঞ্চলিক প্রধান ও শাখা ব্যবস্থাপক মো. সামিউল করিম, নগর ভবন উপশাখার ব্যবস্থাপক ইলিয়াস কায়েস সোহাগ, রাজশাহী সিটি কর্পোরেশনের পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ-উল-ইসলাম, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু প্রমুখ উপস্থিত ছিলেন।
IPCS News Report : Dhaka: বাবুল : রাজশাহী।