শুরা মসজিদ: বাংলাদেশের ঐতিহাসিক ও স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন
আপডেটঃ ১২:৫৫ অপরাহ্ণ | মার্চ ১৯, ২০২৫

নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার চৌরগাছা গ্রামে অবস্থিত শুরা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক মসজিদ হিসেবে পরিচিত। প্রায় ৫৫০ বছর পুরনো এই মসজিদটি মুসলিম স্থাপত্যের অসাধারণ নিদর্শন হিসেবে স্বীকৃত। প্রতিদিনই নানা জেলা থেকে অসংখ্য দর্শনার্থী এবং মুসল্লিরা মসজিদটি দেখতে এবং নামাজ আদায় করতে এখানে আসেন।
প্রত্নতত্ত্ব বিভাগ সাইনবোর্ডে উল্লেখ করেছে, এটি ষোড়শ শতকে সুলতান আলাউদ্দিন হোসেন শাহর আমলে (১৪৯৩-১৫১৮) নির্মিত। স্থানীয়ভাবে এটি শুরা মসজিদ, সৌর মসজিদ বা শাহ সুজা মসজিদ নামেও পরিচিত। যদিও মসজিদের নির্মাণ নিয়ে অনেক জনশ্রুতি রয়েছে, তবে প্রত্নতাত্ত্বিক গবেষণার মাধ্যমে এটিকে সুলতানি আমলের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে চিহ্নিত করা হয়েছে।চার ফুট উচ্চতার একটি প্ল্যাটফর্মের ওপর চুন-সুরকি, ইট এবং কালো পাথরের সমন্বয়ে নির্মিত মসজিদটির দেয়ালে রয়েছে খোপকাটা মৌলিক টেরাকোটা অলংকরণ। মসজিদটি দুটি অংশে বিভক্ত—পশ্চিম অংশে নামাজকক্ষ এবং পূর্ব অংশে বারান্দা। নামাজকক্ষে একটি বর্গাকার গম্বুজ এবং বারান্দার ওপর ছোট তিনটি গম্বুজ রয়েছে।
মসজিদের ভেতরের কিবলা দেয়ালে তিনটি পাথরের তৈরি কারুকাজযুক্ত মিহরাব রয়েছে, এবং বাইরের দেয়ালে ইটের প্যানেল নকশা এবং ফুলের টেরাকোটার অলংকরণ চোখে পড়ে। বিশেষ দিনগুলোতে, বিশেষত শুক্রবারে, এখানে দূরদূরান্ত থেকে মুসল্লিরা এসে নামাজ আদায় করেন, অনেকেই মানত করেন বা দোয়া করেন।রমজান মাসে প্রতিদিন ইফতার আয়োজন এবং অন্যান্য মাসে তবারক বিতরণ করা হয়। মসজিদটির পরিচালনা কমিটির সদস্য আশরাফুল ইসলাম জানান, মসজিদটির ব্যয় নির্বাহ স্থানীয় মুসল্লি ও বাইরের দর্শনার্থীদের দানের ওপর নির্ভর করে। ভবিষ্যতে মসজিদ প্রাঙ্গণে একটি এতিমখানা নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া, দূরদূরান্ত থেকে আসা মুসল্লিদের জন্য রান্নার ব্যবস্থা করাও করা হয়েছে।
গাইবান্ধা জেলা থেকে আগত সিরাজুল ইসলাম বলেন, “বিরল স্থাপত্যশৈলীর এই মসজিদে নামাজ পড়ে নিজের জন্য এবং সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া করেছি।” মসজিদের খতিব ওয়ালি উল্লাহ বিন জালালি জানান, “প্রতি শুক্রবার এখানে অনেক মানুষ জমায়েত হন, যা মসজিদটির ঐতিহ্য ও গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে।”স্থানীয়রা বলেন, শুরা মসজিদ শুধুমাত্র একটি স্থাপত্য নিদর্শন নয়, এটি ধর্মীয় ও ঐতিহাসিক ঐতিহ্যের প্রতীক হিসেবে এলাকায় বিশেষ গুরুত্ব বহন করে।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।