রবিবার ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বিজ্ঞ আইনজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেটঃ ১১:৪৮ পূর্বাহ্ণ | ফেব্রুয়ারি ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- দিনাজপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বৃহস্পতিবার (২০ ফেব্রæয়ারি ২০২৫) বিজ্ঞ আইনজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বার কাউন্সিলের রিলিফ কমিটির চেয়ারম্যান জনাব মোঃ শফিকুল ইসলাম টুকু।তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভ‚মিকার কথা উল্লেখ করেন এবং তাদের কল্যাণে বার কাউন্সিলের প্রতিশ্রতির বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

সভায় প্রধান অতিথি আইনজীবীদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চান এবং তাদের মতামত গ্রহণ করেন।দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নতুন বহুতল ভবনের নিচতলায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ তহিদুল হক সরকার এবং সভা সঞ্চালনা ও সার্বিক পরিচালনা করেন, সাধারণ সম্পাদক আবু নঈম মোঃ হাবিবুল্লাহ।সভায় আরও বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট একরামুল আমিন, সাবেক সভাপতি ও সাংসদ আব্দুল হালিম, আনিসুর রহমান, আলহাজ্ব খয়রত আলী, সাবেক সাধারণ সম্পাদক এনাম আলী,পি.পি মোল্লা মোঃ সাখাওয়াত হোসেন এবং পি.পি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আইনজীবী ফোরামের সভাপতি ও পিপি মো. আলী আজগর।

এছাড়া, সভায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা অংশগ্রহণ করেন।তারা আইন পেশার উন্নয়ন এবং আইনজীবীদের কল্যাণে বিভিন্ন গুরুত্বপর্ণ মতামত প্রদান করেন।মতবিনিময় সভাটি বিকেল ৪টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টায় শেষ হয়।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।