রবিবার ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

শিক্ষার্থীদের দাবির মুখে পোষ্য কোটা বাতিল, রাবি কর্মচারীদের প্রতিবাদ তীব্রতর

আপডেটঃ ১১:০৭ পূর্বাহ্ণ | জানুয়ারি ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ

রাজশাহী, ৬ জানুয়ারি ২০২৫:- পোষ্য কোটা বাতিলের প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন।আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত এই মানববন্ধনে প্রায় ৪০০ কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্ধারিত প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা বাতিল করা হয়েছে।প্রশাসন নিজেদের স্বার্থে যৌক্তিক দাবিগুলো উপেক্ষা করছে।

মানববন্ধনে আইন অনুষদের কর্মচারী রফিকুল ইসলাম বলেন, “আমাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় দাঁড়াতে হবে, এটা ভাবিনি।প্রশাসন তাদের কোটার সুবিধা ভোগ করছে, অথচ কর্মচারীদের অধিকার ফিরিয়ে দিচ্ছে না।”অফিসার্স সমিতির কোষাধ্যক্ষ মাসুদ রানা বলেন, “আমরা কাজ করতে এসেছি, আটকে থাকতে নয়।যারা আমাদের গালাগালি করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত চাই।”সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন আগামীকাল প্রশাসনিক ভবনের সামনে সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।তিনি আরও জানান, ৮ জানুয়ারি সারা দিনব্যাপী কর্মবিরতি পালন করা হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।প্রয়োজনে কর্মসূচি আরও কঠোর করা হবে।মানববন্ধনের সঞ্চালক ও সমিতির দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং কর্মচারীদের একযোগে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গত এক মাস ধরে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছিলেন সাধারণ শিক্ষার্থীরা।তাদের চাপের মুখে রাবি প্রশাসন ভর্তি পরীক্ষায় শিক্ষক ও কর্মকর্তাদের সন্তানের জন্য বরাদ্দ কোটা বাতিল করে কর্মচারীদের সন্তানের জন্য ১% কোটা রাখে।তবে পরবর্তীতে শিক্ষার্থীদের দাবির মুখে পোষ্য কোটা সম্পূর্ণভাবে বাতিল করা হয়।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।