শনিবার ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দামেস্কে ইসরায়েলি বিমান হামলা: নিহত ১১, বাড়ছে উত্তেজনা

আপডেটঃ ১১:২৬ পূর্বাহ্ণ | ডিসেম্বর ৩০, ২০২৪

নিউজ ডেস্কঃ

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি বাহিনীর চালানো বিমান হামলায় অন্তত ১১ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।শনিবার রাতে এই হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।হামলার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সরকারি সূত্র জানিয়েছে, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় একটি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।নিহতদের মধ্যে পাঁচজন সাধারণ নাগরিক এবং ছয়জন সেনা সদস্য রয়েছেন।এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল গোলান মালভূমি থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে এই হামলা চালায়।সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হলেও কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে।হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে এবং আশপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।তবে ইসরায়েল অতীতে দাবি করেছে, তারা সিরিয়ার ভেতরে ইরান সমর্থিত মিলিশিয়াদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।এই হামলার লক্ষ্যও সম্ভবত একই উদ্দেশ্যে পরিচালিত হয়েছে বলে মনে করা হচ্ছে।

হামলার পরপরই সিরিয়ার উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারে কাজ শুরু করে।স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় ভীতসন্ত্রস্ত এবং তাদের অনেকেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে অন্যত্র চলে যাচ্ছেন।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।এক বিবৃতিতে তারা বলেছে, “এই হামলা আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের চরম লঙ্ঘন।আমরা এর বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর পদক্ষেপ আশা করি।”

বিশ্লেষকরা বলছেন, এই হামলা সিরিয়া ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।তারা আরও মনে করছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ না থাকলে এই অঞ্চলে সহিংসতার মাত্রা আরও তীব্র হতে পারে।

IPCS News : Dhaka :