দুর্নীতির অভিযোগে জর্জরিত দিনাজপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার
আপডেটঃ ৫:১৩ অপরাহ্ণ | ডিসেম্বর ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর সদর উপজেলার পল্লী উন্নয়ন অফিসার মোঃ রাজিউর রহমানের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) নিয়ন্ত্রণাধীন গোডাউনে সংরক্ষিত মালামাল নিয়মবহির্ভূতভাবে বিক্রি করে লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছেন।
২০১১ সালের ১৮ সেপ্টেম্বর থেকে ২০১২ সালের ১০ জুলাই পর্যন্ত তিনি দিনাজপুরে দায়িত্ব পালন করেন। এরপর ২০২২ সালের ৬ এপ্রিল আবারও দিনাজপুর সদর উপজেলায় পল্লী উন্নয়ন অফিসার হিসেবে যোগদান করেন। তার দ্বিতীয় দফার কার্যকাল দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কলুষিত হয়ে উঠেছে।
গোডাউনে সংরক্ষিত শ্যালো টিউবওয়েল, রিকশা, সাইকেল, স্টিলের আলমারি, ফাইল কেবিনেটসহ নানা সম্পদ ব্যবস্থাপনা কমিটির অনুমোদন ছাড়াই বিক্রি করা হয়েছে। এছাড়া, ইউসিসিএ লিঃ এর গোডাউন ভাড়া বাবদ মাসিক ৩,০০০ টাকা আদায় হলেও সেই অর্থ সংস্থার তহবিলে জমা না করে আত্মসাৎ করা হয়েছে। খেলাপি ঋণ আদায়ের কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং অফিস স্টাফদের বেতন উত্তোলনের সময় শতকরা ৫০ ভাগ উৎকোচ দাবি করার অভিযোগও রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফয়সাল রায়হান জানিয়েছেন, অভিযোগের বিষয়ে তদন্তের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। উপজেলা সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ আজিজুল হক বলেন, রাজিউর রহমানের দুর্নীতির কারণে ইউসিসিএ লিঃ ধ্বংসের দ্বারপ্রান্তে। উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ছাড়া এই প্রতিষ্ঠানকে বাঁচানো অসম্ভব।
সাংবাদিকরা অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মোঃ রাজিউর রহমান স্টাফদের ভুল বোঝাবুঝির কথা স্বীকার করেন, তবে মালামাল বিক্রি ও গোডাউন ভাড়া আত্মসাতের বিষয়টি অস্বীকার করেন। গোডাউনের মালামাল দেখানোর অনুরোধ করা হলে, তিনি দায়িত্বপ্রাপ্ত স্টাফ ছুটিতে আছেন বলে বিষয়টি এড়িয়ে যান।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।