নেত্রকোনায় দ্রুত হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করার দাবিতে মানববন্ধন
আপডেটঃ ৪:৩৭ অপরাহ্ণ | ডিসেম্বর ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে বিলম্ব হওয়ায় স্থানীয়রা মানববন্ধন করেছেন। সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে হাওর বাঁচাও আন্দোলন কমিটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং বাঁধ নির্মাণ দ্রুত শুরু করার দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় হাওর বাঁচাও আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মোনায়েম খান। সঞ্চালনায় ছিলেন জেলা কমিটির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান তালুকদার। এছাড়া বক্তব্য রাখেন জেলা হাওর বাঁচাও আন্দোলনের উপদেষ্টা প্রবীণ শ্যামলেন্দু পাল, রেজাউল হক চৌধুরী টিপু, সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. অলিউল্লাহ, জেলা বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি মো. আশরাফুল ইসলাম, ডা. জসিম উদ্দিনসহ আরও অনেকে।
নীতিমালা অনুযায়ী, ফসল রক্ষা বাঁধ নির্মাণের জন্য জরিপ, গণশুনানি, প্রকল্প স্থান নির্ধারণ এবং প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের কাজ ৩০ নভেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। এরপর ১৫ ডিসেম্বর থেকে বাঁধ নির্মাণ শুরু করে তা আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার পরিকল্পনা ছিল। তবে জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ২৩ ডিসেম্বর পর্যন্তও পিআইসি গঠনের কাজ শেষ করতে পারেনি।
পাউবো দাবি করেছে, হাওর থেকে পানি নামতে দেরি হওয়ায় কাজ যথাসময়ে শুরু করা সম্ভব হয়নি। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হবে বলে জানিয়েছে সংস্থাটি। পাউবোর নির্বাহী প্রকৌশলী সারওয়ার জাহান বলেন, পিআইসি গঠনের কাজ শেষ হয়েছে এবং যাচাই-বাছাই চলছে। খালিয়াজুরী উপজেলায় ইতোমধ্যে কয়েকটি বাঁধের কাজ শুরু হয়েছে। দ্রুত সব বাঁধে কাজ শুরু হবে এবং যথাসময়ে কাজ শেষ হবে বলে তিনি আশ্বাস দেন।
পাউবো সূত্রে জানা গেছে, জেলার প্রায় ৩৬৫ কিলোমিটার অস্থায়ী ফসল রক্ষা বাঁধের ওপর নির্ভরশীল হাওরের ৪৫ হাজার হেক্টর জমির বোরো ফসল। গত বছর ১৭৮টি পিআইসি গঠন করা হলেও এবার এ সংখ্যা এখনো নির্ধারণ করা হয়নি।
স্থানীয় কৃষকরা জানিয়েছেন, হাওরের বোরো ফসল তাদের একমাত্র আয়ের উৎস। বাঁধ নির্মাণের কাজে দেরি হলে আগাম বন্যায় ফসল ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। ২০১৭ সালের মতো আরেকটি করুণ পরিস্থিতি তারা দেখতে চান না। এ বিষয়ে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের মন্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।