রূপপুর প্রকল্পে দুর্নীতির অভিযোগের তদন্তে টিউলিপ সিদ্দিক
আপডেটঃ ১২:১৪ অপরাহ্ণ | ডিসেম্বর ২৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে প্রায় ৪ বিলিয়ন পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগের তদন্তে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকের নাম উঠে এসেছে।বৃহস্পতিবার যুক্তরাজ্যের মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দল তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে।
টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি এবং সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।তবে অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালে রাশিয়ার সঙ্গে রূপপুর প্রকল্প নিয়ে আলোচনা করার সময় তিনি মধ্যস্থতা করেছিলেন।যদিও সেই সময় তিনি কোনো সরকারি দায়িত্বে ছিলেন না।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের টিউলিপের ওপর পূর্ণ আস্থা রয়েছে।স্টারমার বলেছেন, অর্থ আত্মসাতে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তিনি তার মন্ত্রীর দায়িত্বে বহাল থাকবেন।মন্ত্রিসভা অফিস জানিয়েছে, টিউলিপ অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযোগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং বোন শেখ রেহেনার নামও উঠে এসেছে।অন্যদিকে, ডেইলি মেইল জানিয়েছে, টিউলিপকে আগামী মাসে আরও এক দফা জিজ্ঞাসাবাদ করা হবে।ঢাকার ব্রিটিশ হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন যুক্তরাজ্যে একটি চিঠি পাঠাবে।
এই ঘটনাটি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে রাজনৈতিক এবং কূটনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।আন্তর্জাতিক তদন্ত শুরু হলে এটি দুই দেশের সম্পর্কেও প্রভাব ফেলতে পারে।ঘটনাটি এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে উভয় পক্ষ।
IPCS News : Dhaka :