লিভারপুলের গোল উৎসবে টটেনহ্যামের বিপক্ষে রোমাঞ্চকর জয়
আপডেটঃ ১১:৫৬ পূর্বাহ্ণ | ডিসেম্বর ২৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
হটস্পার স্টেডিয়ামে রোমাঞ্চকর এক ম্যাচে টটেনহ্যামকে ৬-৩ গোলে পরাজিত করেছে লিভারপুল।প্রিমিয়ার লিগের এই উত্তেজনাপূর্ণ ম্যাচে লিভারপুল তাদের আধিপত্যের প্রমাণ দেয়, যা পয়েন্ট টেবিলে তাদের অবস্থান আরও শক্ত করেছে।
প্রথমার্ধে তিনটি গোল দিয়ে শুরু করা লিভারপুল বিরতির পর আরও তিনবার বল জালে পাঠায়।ম্যাচের শেষ দিকে টটেনহ্যাম অল্প সময়ের ব্যবধানে দুটি গোল শোধ করলেও তা ম্যাচের ফলাফল বদলাতে পারেনি।উল্লেখ্য, প্রিমিয়ার লিগে এই দুই দলের লড়াইয়ে এত বড় স্কোরলাইন এর আগে দেখা যায়নি। ১৯৯৩ সালের মে মাসে ৬-২ গোলে লিভারপুলের জয় ছিল তাদের মধ্যে সর্বোচ্চ গোলের ম্যাচ।নিউক্যাসল ইউনাইটেড ও ফুলহ্যামের বিপক্ষে পয়েন্ট হারানোর পর এই জয়ে লিভারপুলের জন্য বড় স্বস্তি আসে।১৬ ম্যাচে ১২ জয় ও তিন ড্রয়ে তাদের সংগ্রহ ৩৯ পয়েন্ট, যা লিগ টেবিলের শীর্ষে তাদের অবস্থানকে আরও দৃঢ় করেছে।
অন্যদিকে, টটেনহ্যাম লিগে তাদের খারাপ সময়ের ধারাবাহিকতা বজায় রেখেছে।১৭ ম্যাচে এটি তাদের অষ্টম হার।২৩ পয়েন্ট নিয়ে তারা বর্তমানে ১১তম স্থানে রয়েছে।এদিন চেলসি এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।আর্সেনাল ৩৩ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তৃতীয় স্থানে।লিভারপুলের এই দাপুটে জয় শিরোপা দৌড়ে তাদের অবস্থান আরও সুসংহত করেছে, আর টটেনহ্যামের জন্য এটি ছিল একটি হতাশাজনক সন্ধ্যা।
IPCS News : Dhaka :