সাড়ে ৩ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: শেখ হাসিনা ও সজীব ওয়াজেদের বিরুদ্ধে দুদকের তদন্ত
আপডেটঃ ১২:৫৩ অপরাহ্ণ | ডিসেম্বর ২২, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা:- লন্ডন ও যুক্তরাষ্ট্রে প্রায় ৩০ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার সকালে দুদকের একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা যায়।এর আগে ৯টি প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব আহমেদ ওয়াজেদ, এবং মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধেও অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।গত ১৭ ডিসেম্বর থেকে এ বিষয়ে কাজ শুরু হয়েছে।দুদক সূত্র জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ণ প্রকল্প, বেপজাসহ আরও কয়েকটি প্রকল্পে বড় ধরনের অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হয়েছে।এ বিষয়ে দুদক প্রধান বলেন, অভিযোগ গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে যাচাই করা হচ্ছে।
আমাদের লক্ষ্য কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলকে লক্ষ্যবস্তু করা নয় বরং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া।এই অভিযোগ গুলোর প্রেক্ষিতে দুদক সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে তথ্য বিনিময় করে তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বলে জানা গেছে।দুদকের এ পদক্ষেপকে অনেকে প্রশংসা করলেও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
IPCS News : Dhaka :