সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে শত বছরের পুরনো সরকারি হালট উদ্ধার: নির্মাণ হবে পাকা রাস্তা

আপডেটঃ ১২:১৭ অপরাহ্ণ | ডিসেম্বর ২১, ২০২৪

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- ময়মনসিংহের নেত্রকোনা জেলার মদন উপজেলার পৌরসভার ৯ নং ওয়ার্ড মনোহরপুর গ্রামের হাওর বিস্তৃত এলাকায় প্রায় ২ কিলোমিটার সরকারি হালট দীর্ঘ ৪০ বছর ধরে অবৈধভাবে দখলে থাকা শত বছরের পুরনো সরকারি হালটটি উদ্ধার করা হয়েছে।গত বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে সারাদিন ব্যাপী সরকারি সার্বিয়ারের মাধ্যমে এলাকার সাধারণ কৃষক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ কে নিয়ে ম্যাপে হালটি উদ্ধার করা হয়।

অতিরিক্ত দায়িত্বে থাকা মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমদাদুল হক তালুকদার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমানের উদ্যোগে স্থানীয় এলাকাবাসীকে নিয়ে হালটি উদ্ধার করে।উদ্ধার করার পাশাপাশি সেখানে কৃষকের ধান পরিবহনের জন্য পাকা রাস্তা নির্মাণের পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে।

রাস্তাটি নির্মিত হলে এলাকার কৃষকরা তাদের কৃষি পণ্য সহজে পরিবহন করতে পারবেন।এ উদ্যোগে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদী স্থানীয় জনগণ।এ ছাড়া সরকারি হালটি স্থানীয়ভাবে উদ্ধারের জন্য অগ্রণী ভূমিকা রাখেন মদন পৌরসভার বিএনপি’র সভাপতি মোঃ কামরুজ্জামান হাসান চন্দনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।