সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বগুড়া ৬ আসনের সাবেক এমপি রিপু নেত্রকোনায় গ্রেপ্তার

আপডেটঃ ১২:০২ অপরাহ্ণ | ডিসেম্বর ২১, ২০২৪

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলো না বগুড়া-৬ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগিবুল আহসান রিপুর।অবশেষে গত বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব -১৪।রিপুর বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে।র‍্যাব জানায়, রিপুর বিরুদ্ধে হত্যা মামলা থাকায় তাকে ধরতে তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী।তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে ময়মনসিংহ র‍্যাব-১৪ এর একটি দল।

উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনে বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী হয় রাগেবুল আহসান রিপু।এর আগে ২০২৩ সালের উপ-নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।তিনি ২০১৯ সাল থেকে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।র‍্যাব ১৪ এর মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ নাজমুল ইসলাম  বলেন, আটক রিপুর বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছ।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, বগুড়া ৬ আসনের সাবেক এমপি রাগিবুল আহসান রিপুকে র‍্যাব গ্রেপ্তারের পর তাকে আমাদের কাছে হস্তান্তর করেছে।বগুড়া জেলা পুলিশ এসে রিপুকে আজ সন্ধ্যায় নিয়ে যাবে।

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।