২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফের চ্যাম্পিয়ন করে অবসর নিতে চান মার্তিনেজ
আপডেটঃ ১:৪২ অপরাহ্ণ | ডিসেম্বর ১৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ আগামী ২০২৬ বিশ্বকাপ জিতে ফুটবল ক্যারিয়ারের ইতি টানার স্বপ্ন দেখছেন। ২০২২ কাতার বিশ্বকাপের নায়ক হিসেবে স্মরণীয় হয়ে থাকা মার্তিনেজ তার ক্যারিয়ারের সর্বোচ্চ মুহূর্তে পৌঁছে নতুন ইতিহাস গড়তে চান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্তিনেজ বলেন, “আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার স্বাদ জীবনের সবচেয়ে বড় অর্জন।ফুটবলে যা যা স্বপ্ন দেখেছি, তার মধ্যে সবচেয়ে বড়টি পূরণ হয়েছে। ২০২৬ সালে আরেকটি বিশ্বকাপ জিতে ফুটবলকে বিদায় জানাতে পারলে এটি হবে আমার ক্যারিয়ারের চূড়ান্ত সফলতা।”মার্তিনেজের এই লক্ষ্য শুধু তার ব্যক্তিগত নয়, পুরো আর্জেন্টিনা দলের জন্যই এটি একটি অনুপ্রেরণার উৎস।তার বিশ্বাস, দলের বর্তমান শক্তি, অভিজ্ঞতা এবং ভবিষ্যতের প্রতিভা আর্জেন্টিনাকে ২০২৬ বিশ্বকাপের অন্যতম প্রার্থী হিসেবে গড়ে তুলতে পারে।
২০২২ সালে কাতার বিশ্বকাপে মার্তিনেজের অসাধারণ গোলকিপিং তাকে বিশ্বমঞ্চে পরিচিতি দেয়।বিশেষ করে ফ্রান্সের বিপক্ষে ফাইনালের অতিরিক্ত সময়ে রেন্ডাল কলো মুয়ানির শট আটকে তিনি আর্জেন্টিনাকে রক্ষা করেন।সেই ম্যাচের পেনাল্টি শুটআউটে তার অসাধারণ দক্ষতা আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখে।ওই পারফরম্যান্স তাকে “গোল্ডেন গ্লাভ” পুরস্কার এনে দেয়।
মার্তিনেজ মনে করেন, আর্জেন্টিনা দল প্রতিভা এবং অভিজ্ঞতার এক অসাধারণ সমন্বয়।তিনি বলেন,“আমাদের দলে মেসির মতো একজন কিংবদন্তি রয়েছে।পাশাপাশি তরুণ প্রতিভারাও দুর্দান্ত খেলছে।সঠিক পরিকল্পনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা আবারও বিশ্বচ্যাম্পিয়ন হতে পারি।”
মার্তিনেজের ২০২৬ বিশ্বকাপ জয়ের স্বপ্ন শুধুই তার নিজের নয়; এটি আর্জেন্টিনার লাখো ভক্তের আশাও।ভক্তরা তাকে এবং পুরো দলকে সর্বোচ্চ সমর্থন দিয়ে যাচ্ছেন।২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে, যেখানে মার্তিনেজ তার ক্যারিয়ারের শেষ পৃষ্ঠা সোনালী রঙে রাঙানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবেন।
মার্তিনেজের এই উচ্চাকাঙ্ক্ষা শুধু আর্জেন্টিনার জন্যই নয়, পুরো ফুটবল জগতের জন্য এক উত্তেজনার বিষয়।তার পারফরম্যান্স এবং দলের নেতৃত্ব ভবিষ্যতে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে আরও স্মরণীয় অধ্যায় যোগ করতে পারে।
IPCS News : Dhaka :