বিজয় দিবসে বিএনপির পোস্টারে ডিপজল, আওয়ামী লীগ থেকে এবার বিএনপিতে
আপডেটঃ ১১:৫৯ পূর্বাহ্ণ | ডিসেম্বর ১৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা:- ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও খল চরিত্রে পরিচিত মনোয়ার হোসেন ডিপজল আবারও রাজনীতির আলোচনায় এসেছেন।এক সময় বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকা ডিপজল গত কয়েক বছর ধরে আওয়ামী লীগের পক্ষ নিয়ে কাজ করেছেন।এবার বিজয় দিবস উপলক্ষে বিএনপির ব্যানারে পোস্টার প্রকাশ করে নতুন সমালোচনার মুখে পড়েছেন তিনি।
ডিপজল তার পোস্টারে বিএনপির তিন শীর্ষ নেতা—জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ব্যবহার করেছেন।পোস্টারে তিনি লিখেছেন, “১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস।যাদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা, সেই সব বীর শহিদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।”
এই পোস্টার প্রকাশের পরই সমালোচনার ঝড় ওঠে।কারণ, ডিপজল অতীতে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।২০১৮ সালে ঢাকা-১৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনেন তিনি।এছাড়া, ২০২১ সালের উপনির্বাচনেও একই আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন।
অনেকেই মনে করছেন, সম্প্রতি সরকারের পতনের পর বিরোধী দলে নিজের অবস্থান মজবুত করতেই ডিপজল আবার বিএনপির দিকে ঝুঁকছেন।গত আগস্টে সরকারের পতনের পর তার নামে একাধিক মামলা হয়।এ কারণেই হয়তো রাজনৈতিক অবস্থান পাল্টানোর চেষ্টা করছেন বলে অনেকে মন্তব্য করছেন।
তবে ডিপজলের দল বদলের নীতি নতুন নয়।১৯৯৪ সালে তিনি বিএনপির সমর্থন নিয়ে ঢাকার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন।পরে আওয়ামী লীগ ক্ষমতায় এলে নিজেকে আওয়ামী লীগের কর্মী বলে দাবি করেন।
রাজনীতির মাঠে এমন অবস্থান বদল এবং বিজয় দিবসে বিএনপির নেতাদের ছবি সংবলিত পোস্টার প্রকাশ করায় ডিপজলকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি তার ভবিষ্যৎ রাজনীতিতে টিকে থাকার একটি কৌশল।
IPCS News : Dhaka :