সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন

আপডেটঃ ১০:৩৫ পূর্বাহ্ণ | ডিসেম্বর ১৭, ২০২৪

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- দিনাজপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ১৬ ডিসেম্বর সোমবার মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে সমিতি প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি তহিদুল হক সরকার, সাধারণ সম্পাদক আবু নঈম মো. হাবিবউল্লাহ, পাবলিক প্রসিকিউটর (পি.পি) মো. মোস্তাফিজুর রহমান (মোস্তাক), এডভোকেট মো. মাহফুজুর রহমান খান বিপুল, এডভোকেট রেখা মনা, এডভোকেট তাজ, এডভোকেট হালিম, এডভোকেট চার্লি সহ সমিতির অন্যান্য বিশিষ্ট আইনজীবীরা।

সমিতির সভাপতি তহিদুল হক সরকার তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার আহব্বান জানান।তিনি বলেন, “আমাদের শহীদরা যে ত্যাগ স্বীকার করেছেন, তা আমাদের প্রজন্মের কাছে চিরস্মরণীয়।তাঁদের আত্মত্যাগের কারণেই আমরা স্বাধীন দেশের নাগরিক।”অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু নঈম মো. হাবিবউল্লাহ এবং অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা মুক্তিযুদ্ধের আদর্শ ও মূল্যবোধ লালন করে দেশ গড়ার আহব্বান জানান।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।