সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

কলামাকান্দায় অবৈধভাবে আনা ভারতীয় কম্বলসহ চোরাকারবারি আটক

আপডেটঃ ১২:১৬ অপরাহ্ণ | ডিসেম্বর ১৫, ২০২৪

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- নেত্রকোনা কলমাকান্দায় চোরাচালানের ভারতীয় কম্বলসহ মো. লিটন মিয়া (৩২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।এ সময় তার গুদাম ঘর থেকে ৩১ পিস  ভারতীয় কম্বল জব্দ করা হয়।আটককৃত লিটন মিয়া উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের খাসপাড়া গ্রামের  রুস্তম আলীর ছেলে।পুলিশ জানায়,শুক্রবার দিবাগত রাতে সীমান্ত এলাকা থেকে ভারতীয় কম্বল ও চিনি নিয়ে ওমরগাঁও বাজার হয়ে খাসপাড়া গ্রামের একটি বাড়িতে মজুদ করা হচ্ছে।এমন গোপন সংবাদে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে চোরাচালানের ৩১ পিস ভারতীয় কম্বলসহ লিটন মিয়াকে আটক করা হয়।এবিষয়ে কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লিটন মিয়ার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।পরে শনিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।