সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বেঈমানি করলে ড.ইউনুস কেউ ছাড় দেওয়া হবে না: রাজশাহীতে সারজিস

আপডেটঃ ১১:৩০ পূর্বাহ্ণ | ডিসেম্বর ১৫, ২০২৪

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- গণ-অভ্যুত্থানের বিশ্বাসের সাথে বেঈমানি করলে কাউকেই ছাড়া দেয়া হবে না।এক্ষেত্রে যদি ড. ইউনুসও যদি হয়, তাকেও ছেড়ে দেয়া হবে না।তিনি এসময় ভারতের ও বাংলাদেশের সম্পর্কের বিষয়ে বলেন, দু’দেশের সম্পর্ক নির্ধারিত হবে কাজের মাধ্যমে।তবে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখতে হলে ভারতকে খুনি হাসিনাকে  তাদের আশ্রয় থেকে ফেরত দিতে হবে।

১৪ ডিসেম্বর শনিবার রাজশাহী শিল্পকলা একাডেমিতে জুলাই গণ-অভ্যুত্থানে রাজশাহী বিভাগের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম এ সব কথা বলেন।অনুষ্ঠানে, রাজশাহী বিভাগের ৪৬ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। প্রতিটি শহীদ পরিবারকে পাঁচ লাখ টাকা করে সহায়তা দেয়া হয়।

এসময় সারজিস আলম আরো বলেন, শেখ মুজিব হত্যার বিচারের জন্য কবর থেকে লাশ উত্তোলনের প্রয়োজন না হলে জুলাই আগস্টের শহীদদের লাশ কেন তুলতে হবে? দেশের জন্য আর কোন শহীদের লাশ কবর থেকে উত্তোলন হবেনা,করতে দেয়া হবে না।আর শহীদদের হত্যা মামলাগুলোর বিচার কার্য পর্যন্ত নিয়ে যেতে যারা অসহযোগিতা করবে, তাদেরকেও হত্যাকারী হিসেবে বিবেচিত হবে।

অনুষ্ঠানে, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, রাজশাহী রেঞ্জ ডিআইজি আলমগীর হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির সদস্য মেহেরাব সিফাত, মোবাশির উজ জামান, মাহিন সরকার।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ।