সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মধ্যপ্রাচ্যের সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন পুতিন

আপডেটঃ ২:২০ অপরাহ্ণ | ডিসেম্বর ০৫, ২০২৪

নিউজ ডেস্কঃ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতময় পরিস্থিতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন।রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ভিটিবি ব্যাংকের আয়োজিত এক বিনিয়োগ সম্মেলনে বক্তৃতাকালে তিনি এই মন্তব্য করেন।

পুতিন বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বাণিজ্যিক জাহাজ চলাচল ও অর্থনৈতিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।সুয়েজ খালের উদাহরণ দিয়ে বলেন, লোহিত সাগর ও সুয়েজ খালের মাধ্যমে পণ্য পরিবহন ব্যয় বেড়ে গেছে।ফলে অনেক জাহাজ আফ্রিকার বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছে।

মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক ঝুঁকি তৈরির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আগ্রাসী ভূমিকার কথা উল্লেখ করে পুতিন বলেন, “যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে এই অঞ্চলে এমন পরিস্থিতি তৈরি করছে যা বৈশ্বিক অর্থনীতি ও লজিস্টিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে।”তিনি আরও বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র ডলারকে শত্রুতার হাতিয়ার হিসাবে ব্যবহার করছে, যা বৈশ্বিক অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে।বর্তমান মার্কিন প্রশাসন আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের অবস্থানকে ক্ষতিগ্রস্ত করেছে।”

পুতিন জানান, রাশিয়া বর্তমানে এশিয়া ও আফ্রিকার সঙ্গে বাণিজ্য বাড়ানোর মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া জানাচ্ছে।ইউক্রেন সংকট পরবর্তী পরিস্থিতিতে রাশিয়া মূল্যছাড়ে তেল বিক্রি করছে।মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং বাণিজ্যিক প্রতিবন্ধকতা মোকাবিলায় নতুন লজিস্টিক ব্যবস্থা ও অর্থনৈতিক কৌশল প্রণয়ন করা রাশিয়ার জন্য জরুরি বলে মন্তব্য করেন তিনি।এই মন্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।যুক্তরাষ্ট্র বা এর মিত্রদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

IPCS News : Dhaka :