সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নেতা ড. মমতাজ উদ্দিন আহমদ (মেহেদী) উত্তরা থেকে গ্রেপ্তার

আপডেটঃ ১২:০৯ অপরাহ্ণ | নভেম্বর ১১, ২০২৪

নিউজ ডেস্কঃ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যে ‘রাষ্ট্রদ্রোহী মনোভাব’ রয়েছে উল্লেখ করে তা প্রত্যাহারের জন্য উকিল নোটিশ পাঠানো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও আওয়ামী লীগ নেতা ড. মমতাজ উদ্দিন আহমদ (মেহেদী) তার উত্তরার বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন।তিনি রাজনৈতিক ও পেশাগত বিভিন্ন কর্মকাণ্ডের জন্য দেশব্যাপী পরিচিত।

মমতাজ উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।বঙ্গবন্ধু হত্যা ও জেলহত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও, তিনি কাপাসিয়া থেকে দুইবার দলীয় মনোনয়ন চেয়েছিলেন।

২০১৫ সালের ২৩ ডিসেম্বর বিএনপি নেত্রী খালেদা জিয়ার বক্তব্যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে উকিল নোটিশ পাঠান ড. মমতাজ উদ্দিন আহমদ।নোটিশের জবাব না পেয়ে, ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারার আওতায় রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদনের জন্য তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। ২০১৬ সালের ২১ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মামলার অনুমোদন দেয় এবং ২৫ জানুয়ারি ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন মমতাজ উদ্দিন। উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

IPCS News : Dhaka :