সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নিজ উপজেলা মদনের সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় শফি আহমেদের শেষ বিদায়।

আপডেটঃ ২:৩৮ অপরাহ্ণ | জুন ০৬, ২০২৪

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- ৯০ এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক,জাসদ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফি আহমেদকে বুধবার সকাল ১০ ঘটিকার সময়  মদন উপজেলার পাবলিক হল মাঠে সর্বস্তরের মানুষের ফুলের শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হয়েছে।শুরুতেই ফুলের শ্রদ্ধা নিবেদন করেন ক্ষমতাশীল আওয়ামী লীগ,ছাত্রলীগ,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ,জনপ্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক সংগঠন তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করছে।এ সময় শফি আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করেন মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস,সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম,মদন উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান ইফতেখারুল আলম খান চৌধুরী,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান,মদন পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ।

প্রসঙ্গত গত সোমবার বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।তিনি জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

পরে তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সহ সম্পাদক ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সাবেক সদস্য ছিলেন।মৃত্যুকালে তিনি স্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।