রুয়েটে সুপেয় পানি সরবরাহের নির্দেশ
আপডেটঃ ১০:৩১ পূর্বাহ্ণ | আগস্ট ২৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রতিটি আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি সরবরাহের নির্দেশনা দিয়েছেন নব-নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।গতকাল শনিবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৩ টায় উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হল প্রভোস্টদের সাথে জরুরী সভায় তিনি এসব পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।সভায় ৬ টি আবাসিক হলের ডাইনিংয়ে ঠান্ডা-গরম পানির জন্য প্রতিটি ফ্লোরে সুপেয় পানির ফিল্টার স্থাপন ,ক্যাম্পাসে সুপেয় পানি সরবরাহের জন্য ৬ মিলি মিটার পাইপের পরিবর্তে ১০ মিলি মিটার ব্যাসের পাইপ স্থাপন করাসহ আয়রনমুক্ত পানি সরবরাহের জন্য আগামী এক সপ্তাহের মধ্যে প্রস্তাবনা তৈরীর নির্দেশ প্রদান করেন।জরুরী সভায় রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, হল সমূহের প্রভোস্টবৃন্দ, প্রধান প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।