সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোনা-৪ আসনের উপ-নির্বাচনের তারিখ ২ সেপ্টেম্বর।

আপডেটঃ ৭:৪৬ অপরাহ্ণ | জুলাই ১৭, ২০২৩

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।ঘোষিত নেত্রকোনা-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।ঘোষিত তারিখ অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।রবিবার ১৬ জুলাই নির্বাচন কমিশনের সভা শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৪ জুলাই।মনোনয়নপত্র বাছাই ২৫ জুলাই।প্রার্থীরা ২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত আপিল করতে পারবেন।আপিল নিষ্পত্তি করা হবে ২৯ ও জুলাই।প্রার্থিতা প্রত্যাহার ৩১ জুলাই এবং প্রতীক বরাদ্দ ১ আগস্ট।২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভোট অনুষ্ঠিত হবে কাগুজে ব্যালটে, নির্বাচনটি সিসি টিভিতে পর্যবেক্ষণ করা হবে না।প্রসঙ্গত, নেত্রকোনা-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে গত ১১ জুলাই এই আসন শূন্য হয়। 

IPCS News : Dhaka :  শহীদুল ইসলাম : নেত্রকোনা।