সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী কলেজে বংলা নববর্ষ উদ্যাপিত

আপডেটঃ ১০:০৭ অপরাহ্ণ | এপ্রিল ১৫, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রমজানের পবিত্রতা ও ধর্মীয় অনুভূতি বজায় রেখে আড়ম্বরে রাজশাহী কলেজে উদ্যাপিত হলো বাঙালির প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ-১৪৩০।গতকাল সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবন চত্বর থেকে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে বাংলা নববর্ষ ১৪৩০ উদ্যাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা: ওলিউর রহমান।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত এবং ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গান পরিবেশন করা হয়।এরপর অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালি।বেলুন, চালুন-কুলা হাতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের উচ্ছ্ল অংশ গ্রহণে র‌্যালিটি হয়ে উঠে অনবদ্য।র‌্যালিতে নেতৃত্ব প্রদান করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা: ওলিউর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোসাঃ ইয়াসমীন আকতার সারমিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীসহ কলেজের কর্মচারীবৃন্দ।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপাধ্যক্ষ প্রফেসর মোহা: ওলিউর রহমান বলেন, বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের এক উজ্জ্বল ও আনন্দময় উৎসব।এই উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বাঙালি একসাথে আনন্দে মেতে উঠে।এতে প্রমাণিত হয় আমাদের সংস্কৃতি মানবতাবাদী ও মানবিক।

বাংলা নববর্ষে সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করে অতীতের সকল ব্যর্থতা ও জরাজীর্ণতাকে পেছনে ফেলে নতুন উদ্দীপনা ও উৎসাহে স্মাট বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।