সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ধূমকেতু ট্রেনের যাত্রীর পকেটে থাকা সিগারেট ফেলে দিলেন জিএম, ৩৩ যাত্রীকে জরিমানা

আপডেটঃ ১:০১ অপরাহ্ণ | ডিসেম্বর ০৮, ২০২২

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেসের ৩৩ যাত্রীকে জরিমানা করা হয়েছে।তাদের থেকে মোট ৭ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।এছাড়া ট্রেন যাত্রীদের ভ্রমনের সময় ধুমা পান থেকে বিরত রাখার জন্য, কাছে সিগারেট  রাখায় কয়েকজন যাত্রীর নিকটে থাকা সিগারেট জব্দ ও জরিমানা করেন পশ্চিম রাজশাহীর রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনে এ অভিযান চালানো হয়।পশ্চিম রেলওয়ের  জিএম অসীম কুমার তালুকদারের নিজ আইডির পোস্ট থাকা থেকে এ তথ্য জানা গেছে।যাত্রীদের অভিযোগ ট্রেনের ভেতর ধুমপান নিষেধ, কিন্তু কাছে থাকা অপরাধ নেয়।তিনি ক্ষমতার অপব্যবহার করে যাত্রীদের তল্লাশী করেন।যা রেল আইনের পরিপন্থী।

ট্রেন টিতে ভ্রমন করা কমল নামের একযাত্রী বলেন,জিএম গভীর রাতে ঘুমন্ত যাত্রীদের ঘুমের ব্যাঘাতের সৃস্টে করে যা কারো কাম্যনয়।পকেট বা লাগেজ তল্লাশীর কাজ পুলিশের, তার নয়।তিনি যাত্রীর পকেটে হাত ভরে সিগারেট বের করে ফেলে দিবেন এটা কেমন আচরন ? জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার নিজেই এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের বর্ণনা দিয়ে তিনি বলেন, মঙ্গলবার রাতে টিকিট বিহীন মোট ৩৩ যাত্রী পাওয়া যায়।তাদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া বাবদ মোট ৭ হাজার ৪০০ টাকা আদায় করা হয়।জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে বলেও জানান রেল কর্মকর্তা।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।