রবিবার ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

প্রথম সেমি ফাইনাল ফুটবল অনুষ্ঠিত ১-০ গোলে বিজয়ী কোচিং সেন্টার সৈয়দপুর নীলফামারী

আপডেটঃ ১১:০৩ অপরাহ্ণ | অক্টোবর ২০, ২০২২

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- “ মাদককে না বলি ” শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।২০২২’র চরম উত্তেজনাপূর্ন সেমি ফাইনাল খেলায় হাড্ডা হাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে ১-০ গোলের ব্যবধানে খেলোয়াড় কল্যান সমিতি, গোবিন্দগঞ্জ কে পরাজিত করে সৈয়দপুর কোচিং সেন্টার,নীলফামারী বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে।

২০ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর সদরের নশিপুর স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে স্কুল গভর্নিং বোডির সভাপতি ও স্থানীয় ২নং ইউপি’র সদস্য রাজেদুর রহমান রাজু’র আয়োজনে জাতির জনকের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের স্মৃতি স্মরণে আয়োজিত শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

২০২২’র অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমি ফাইনাল খেলায় আনুষ্ঠানিক উদ্ভোদন করেন বাংলাদেশ গম ও ভুট্টা ইনস্টিটিউট এর মহা -পরিচালক ড.গোলাম ফারুক, পাট বীজ খামার এর উপ-পরিচালক ড.সুলতানুল আলম।

এ সময় অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন টি আই পলিটিক্স টিভি’র বার্তা সম্পাদক ইসমাইল হোসেন, স্টাফ রিপর্টার আব্দুস সালাম।হাজার হাজার দর্শকের মাঝে খেলাটির ধারাভাষ্য করেন তইফুল ইসলাম তপু।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।