রবিবার ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মোট আটক ২৫ জন ও মাদক-দ্রব্য উদ্ধার

আপডেটঃ ৩:৪৯ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৮, ২০২২

নিউজ ডেস্কঃ

গত ২৪ ঘন্টায় (০৮-০৯-২০২২ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ২৫ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৮ জন, তানোর থানা ০২ জন, বাগমারা থানা ০৫ জন, পুঠিয়া থানা ০৪ জন, চারঘাট মডেল থানা ০৪ জন ও বাঘা থানা ০২ জনকে আটক করে।

যার মধ্যে ১৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০২ জনকে মাদক দ্রব্যসহ ০৯ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।বাগমারা থানা পুলিশ ১নং মোঃ শান্ত পিয়াদা (২৪) কে ২০গ্রাম গাঁজাসহ আটক করে।পুঠিয়া থানা পুলিশ ১নং মোঃ রাসেল (২৪) কে ০৫গ্রাম হেরোইনসহ আটক করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

IPCS News : Dhaka : মোঃ ইফতে খায়ের আলম :
অতিরিক্ত পুলিশ সুপার : রাজশাহী।