সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মদনে বজ্রপাতে কৃষক নিহত।

আপডেটঃ ২:৩৪ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৪, ২০২২

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলার মদন ইউনিয়নের গঙ্গানগর গ্রামে শনিবার দুপুরে ফারুক নামে (৩৫) এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছে।নিহত ফারুক গঙ্গানগর গ্রামের মৃত জিন্নাত মিয়ার ছেলে।এলাকার সূত্রে জানা যায়,শনিবার (৩ সেপ্টেম্বর)  দুপুরে কৃষক ফারুক মিয়া জাল নিয়ে হুরি হাওর নামক বিলে মাছ ধরতে যায়।হটাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে কৃষক ফারুক মিয়া বাড়ি দিকে রওনা করার সময় বজ্রপাতে আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তখন হাওরে থাকা কয়েকজন কৃষক আমন ধান রোপণ করতে ছিলেন।বৃষ্টির শেষে হটাৎ করে  রোপণ কারি কৃষকরা দেখেন ফারুক মিয়া বিলের পারে মাটিতে পড়ে আছে, কোন নাড়া শব্দ নেই।ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।পরবর্তীতে স্বজনরা তাকে বাড়িতে নিয়ে আসেন।বজ্রপাতে কৃষক নিহত হওয়ার বিষয় জানতে চাইলে মদন থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম এ প্রতিনিধিকে জানান, বজ্রপাতে ফারুক নামে এক কৃষক নিহত হয়েছে।ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। 

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।