নবাবগঞ্জ উপজেলার, কৈলাইল ইউনিয়নের, ভাঙ্গাভিটা গ্রামের ধানক্ষেতে হেলিকপ্টার বিধ্যস্ত
আপডেটঃ ৮:৩৬ অপরাহ্ণ | জুলাই ২৭, ২০২২
নিউজ ডেস্কঃ
ঢাকা:- আজ ২৭ জুলাই বুধবার আনুমানিক দুপুর ১২.৩০ মিনিটে, ঢাকা জেলার, নবাবগঞ্জ উপজেলার, কৈলাইল ইউনিয়নের, ভাঙ্গাভিটা গ্রামের পাশে ইছামতি নদীর দক্ষিণ পাড়ে একটি হেলিকপ্টার বিধ্যস্ত হয়ে ধানক্ষেতে পড়ে।হেলিকপ্টার টি ভূপাতিত হওয়ার সময় এতে ২ জন পাইলট ছিলেন।ঘটনার পরপরই এলাকাবাসী দৌড়ে এসে ঘটনাস্হল থেকে ২জন কে উদ্ধার করেন।
আল্লাহর অশেষ মেহেরবানীতে হেলিকপ্টারের ভেতরে থাকা ২জন যাত্রীই সুস্হ্য আছেন।গুরুতর কোন আঘাত বা হতাহতের ঘটনা ঘটেনি।আরোহি দুজনের মাঝে একজনের নাম জানা যায়, তার নাম ‘মেজর সামস্’।ঘটনার পরপরই খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অন্য একটি হেলিকপ্টারে করে তাদের নিরাপদ স্হানে সরিয়ে নেন।
IPCS News : Dhaka : সুত্র : বসির আহামেদ : চেয়ারম্যান : কৈলাইল ইউনিয়ন :এর ফেসবুক পেজ।