আজকের নামাজের সময়-সূচীঃ
আপডেটঃ ১২:৪৪ অপরাহ্ণ | জুন ২৫, ২০২২
নিউজ ডেস্কঃ
“বিস্ মিল্লাহির রাহমানির রাহীম”।
“এবং যখন তোমরা বলেছিলেঃ হে মূসা ! আমরা আল্লাহকে প্রকাশ্য ভাবে দর্শন না করা পর্যন্ত তোমাকে বিশ্বাস করব না।দখন বজ্রপাত তোমাদেরকে আক্রমন করেছিল এবং তোমরা তা প্রত্যক্ষ করেছিলে”।
আল কুরআনঃ সুরাঃ বাকারাঃ আয়াত- ৫৫।
“অতঃপর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে পুনরুজ্জীবিত করেছিলাম, যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর”।
আল কুরআনঃ সুরাঃ বাকারাঃ আয়াত- ৫৬।
আজ শনিবার, ২৫ জিলক্বদ, ১৪৪৩ হিজরিঃ ১১ আষাঢ় ১৪২৯ বাংলাঃ ২৫ জুন, ২০২২ ইংরেজী।
ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচীঃ
ফজর | ০৩ : ৪৫ এ এম. |
জোহর | ১২: ০১ এ এম. |
আসর | ০৪ : ৪২ পি এম. |
মাগরিব | ০৬ : ৪৯ পি এম. |
ঈশা | ০৮ : ১৭ পি এম. |
সূর্যোদয় : ০৫ : ১২ এ এম. — সূর্যাস্ত : ০৬ : ৪৯ পি এম.
IPCS News : Dhaka :