দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমের বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত
আপডেটঃ ১২:৪৩ অপরাহ্ণ | জুন ২২, ২০২২
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর পৌরসভার নির্বাচিত মেয়র বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলমকে মেয়র পদ থেকে স্থানীয় সরকার মন্ত্রনালয় কর্তৃক সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্ট।একইসঙ্গে তাকে বরখাস্ত করা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।সোমবার (২০ জুন-২০২২) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মোঃ আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মোঃ রাসেল চৌধুরী।গত ১৫ জুন-২০২২ তারিখ স্থনীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্বানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে দিনাজপুর পৌরসভার মেয়রের পদ থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হলো।পরে এই বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সৈয়দ জাহাঙ্গীর আলম।
IPCS News : Dhaka : মাহবুবুল হক খান, দিনাজপুর।