টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ(বিপিএল) ফের
আপডেটঃ ১২:২৬ অপরাহ্ণ | এপ্রিল ০৪, ২০২২
নিউজ ডেস্কঃ
মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত টিভিএস প্রিমিয়ার ফুটবল লীগ(বিপিএল)এর ১ম পর্বের খেলা গতকাল রোববার ( ৩ এপ্রিল) মুক্তিযুদ্ধস্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত খেলায় লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নাইজেরিয়ান ফুটবলার চিনোদু মাথিউ ইদুনিয়ার হ্যাট্রিকের সুবাদে ৩-১ গোলে স্বাধীনতা ক্রীড়া সংঘকে হারায়।বিজয়ী দলের পক্ষে নাইজেরিয়ান ফুটবলার চিনোদু মাথিউ ইদুনিয়া ২৯,৩৮ ও ৬৬ মিনিটের মাথাই একাই ৩টি গোল করেন।বিজিত দলের পক্ষে বুসানিয়া হারজোভিনিয়ার ফুটবলার ৬৬ মিনিটের মাথায় ১টি গোল পরিশোধ করেন।আগামী ৮ এপ্রিল বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব ও চট্রগ্রাম আবাহনী লিঃ অংশ নেবে।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।