সাবেক মন্ত্রী ফিজার ও তার পরিবারকে জড়িয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে ফুলবাড়ীতে স্থানীয়দের বিক্ষোভ ও মানববন্ধন পালন
আপডেটঃ ১:০৮ অপরাহ্ণ | মার্চ ২৩, ২০২২
নিউজ ডেস্কঃ
সাবেক প্রাথমিক, গনশিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি ও তার ছোট ভাই মোঃ মুশফিকুর রহমান বাবুলকে নিয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে ও নিন্দা জানিয়ে ফুলবাড়ী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসি।মঙ্গলবার (২২ মার্চ) সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী সুজালপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুলবাড়ী-ঢাকা মহাসড়কের নিমতলা এলাকায় এসে শেষ হয়। মিছিল শেষে নিমতলা এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।
ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের পুখুরিডাঙ্গা গ্রামবাসি এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দ এই কর্মসূচীতে অংশগ্রহণ করে।বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে উক্ত গ্রামের কয়েক হাজার আদিবাসী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা দাবি করেন দিনাজপুর-৪ আসনের সাতবারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার ও তার পরিবারকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় প্রতিপন্ন করতে একদল কুচক্রী মহল দিনাজপুর প্রেসক্লাবে একটি মিথ্যা সংবাদ সম্মেলন করে, যা সাংসদ মোস্তাফিজুর রহমান ফিজার এমপির সুনাম নষ্ট করার ষড়যন্ত্রের শামিল।
ফুলবাড়ী উপজেলায় দীর্ঘদিন ধরে এই এলাকায় আদিবাসি, হিন্দু, মুসলিম স¤প্রীতির সাথে বসবাস করে আসছেন।একে অপরের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে সমাজে বসবাস করে আসছেন।
এ গ্রামের স¤প্রীতি বিনষ্ট করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এমপি ও তাঁর পরিবারকে জড়িযে সহজ সরল এবং বিনয়ী আদিবাসীদেরকে দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি হাসিল করার জন্য এই মিথ্যা সংবাদ সম্মেলন করেছে।বক্তারা মানববন্ধন থেকে এই ষযন্ত্রকারীদেরকে খুঁজে বের করে তাদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য-সচিব বিমান চন্দ্র সাহা, হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক রামপ্রসাদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব মানিক সরকার, পূজা উদযাপন পরিষদের কাজীহাল ইউনিয়নের সভাপতি অনিল চন্দ্র সরকার, আদিবাসী উনয়ন সমিতির নেতা কোমল কিস্কু প্রমুখ।
উল্লেখ্য, গত ২০ মার্চ রবিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ফুলবাড়ী উপজেলার পুকুরিয়া গ্রামের সন্তোষ রায়ের ছেলে বিকাশ রায়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি ফুলবাড়ী উপজেলায় স্থানীয় প্রশাসন এসিল্যান্ড, থানার ওসি গোপনে ও প্রকাশ্যে সার্বিক সহযোগিতায় সংখ্যালঘু হিন্দু আদিবাসীদের জমি দখলের জন্য হামলা-মামলাসহ নিষ্ঠুর নির্যাতন্ভ্ম।
দখলসহ বিভিন্ন অভিযোগ করেন সাবেক মন্ত্রী ফিজারের ভাই মুশফিকুর রহমান বাবুল, জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান কামু, কাজিহাল ইউনিয়নের তহসিলদারসহ আরো কিছু লোকের বিরুদ্ধে।
IPCS News : Dhaka : মাহবুবুল হক খান, দিনাজপুর।