সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে কোটি টাকার মাদকসহ আটক-১

আপডেটঃ ২:০৮ অপরাহ্ণ | মার্চ ১৯, ২০২২

নিউজ ডেস্কঃ

রাজশাহী  : গত ১৭ মার্চ রাজশাহীতে প্রায় ১ কোটি টাকা মূল্যের হেরোইনসহ মাহমুদ হাসান রাব্বেল (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।বৃহস্পতিবার র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এর আগে বুধবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত রাব্বেল বেলপুকুর থানার আগলা গ্রামের বাসিন্দা।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যায় রাজশাহীর বেলপুকুর থানার ভাঙা দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাব্বেলকে গ্রেপ্তার করা হয়।র‍্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।এ বিষয়ে রাব্বেলের বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।