সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক পুরস্কার পেলেন রাবি অধ্যাপক হীরা সোবাহান

আপডেটঃ ১২:৪৮ অপরাহ্ণ | মার্চ ১৬, ২০২২

নিউজ ডেস্কঃ

রাজশাহী প্রতিনিধি :- চারুকলা ও শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ‘মহাত্মা গান্ধী আন্তর্জাতিক পুরস্কার ২০২২’ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক ড. হীরা সোবাহান।রোববার (১৩ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বারাসাতে অবস্থিত রবীন্দ্র কমপ্লেক্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরষ্কার পান তিনি।ভারত-বাংলাদেশের মেধাবী ব্যক্তিদের নিয়ে বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে অল ইন্ডিয়া মহাত্মা গান্ধী লিটারেসি মিশন।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বিধায়ক পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শতাব্দী রায় ও কারা মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস।এছাড়া বিশেষ অতিথি ছিলেন, কাজী আবদুর রশীদসহ কবি, ঔপন্যাসিক, বুদ্ধিজীবী এবং বিশিষ্ট ব্যক্তিরা।

পুরষ্কার প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. হীরা সোবাহান বলেন, এটি আমার জীবনের প্রথম আন্তর্জাতিক পুরস্কার।কাজের স্বীকৃতির যে কোনো পুরস্কারই একজন শিল্পীকে নবসৃষ্টির প্রেরণা জোগায়।এ সম্মাননা প্রাপ্তিতে আমি খুবই আনন্দিত। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাই।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।