নেত্রকোণায় নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
আপডেটঃ ১১:১৯ পূর্বাহ্ণ | মার্চ ০১, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা মদন এবং খালিয়াজুড়ি উপজেলাধীন (খালিয়াজুড়ি সদর ও মেন্দিপুর) ইউনিয়ন পরিষদেদ নব নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ সোমবার বিকাল সাড়ে তিনটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জিয়া আহমেদ সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল লতিফ শেখ ও মদন উপজেলার নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান বলেন নব নির্বাচিত চেয়ারম্যানগণকে তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে হবে।পরে প্রধান অতিথি ফুল দিয়ে নব নির্বাচিত সকল চেয়ারম্যানগণকে শুভেচ্ছা জানান।উল্লেখ্য মদন উপজেলার ৮ জন ও খালিয়াজুড়ি উপজেলার ২ জন নব নির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা।