দিনাজপুর সদরের আস্করপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিককে সংবর্ধনা দিয়েছে ডায়াবেটিস এসোসিয়শন
আপডেটঃ ১১:০১ পূর্বাহ্ণ | মার্চ ০১, ২০২২
নিউজ ডেস্কঃ
দিনাজপুর ডায়াবেটিস এসোসিয়েশন জেলা কমিটির নির্বাহী সদস্য আলহাজ মোঃ আবু বকর সিদ্দিক চতুর্থবাবের মত সদর উপজেলার আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সমিতির পক্ষ হতে সংবর্ধনা প্রদান করা হয়েছে।গত ৩১ জানুয়ারী ষষ্ঠধাপের ইউনিয়ন পরিষদ নিবাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।সোমবার (২৮ ফেব্রুয়ারী) সকালে দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসাপাতাল মিলনায়তনে ডায়াবেটিস এসোসিয়শন জেলা কমিটির সভাপতি এডভোকেট আলহাজ্ব মোহাম্মদ আব্দুল লতিফ’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডায়াবেটিস এসোসিয়শন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল হক ছুটু, সহ-সভাপতি মোঃ মতিউর রহমান, আলহাজ্ব মোঃ জবেদ আলী, কোষাধ্যক্ষ রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, নির্বাহী সদস্য মোঃ মকছেদ আলী মঙ্গলীয়া, এডভোকেট মোঃ ওয়াহেদ আলি নোবেল, এডভোকেট মেহবুব হাসান চৌধুরী লিটন, মোঃ রাহবার কবীর পিয়াল, শাহেদ রিয়াজ চৌধুরী পিম প্রমূখ।
অনুষ্ঠানে ডায়াবেটিস এসোসিয়শন জেলা কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা চতুর্থবারের মত সদর উপজেলার আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আলহাজ মোঃ আবু বকর সিদ্দিককে অভিনন্দন জানান।আগামী দিনে তিনি আরো বড় কোন পদে দায়িত্ব পালন করবেন এই আশাবাদ ব্যক্ত করেন তারা।বক্তারা আলহাজ মোঃ আবু বকর সিদ্দিক’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।
আলোচনা শেষে ডায়াবেটিস এসোসিয়েশন জেলা কমিটির সভাপতি এডভোকেট আলহাজ্ব মোহাম্মদ আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক মোঃ সফিকুল হক ছুটু এসোসিয়েশনের অন্যান্য সদস্যদের সাথে নিয়ে আলহাজ মোঃ আবু বকর সিদ্দিককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ও তাঁর হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।
উল্লেখ্য, আলহাজ মোঃ আবু বকর সিদ্দিক এবার নিয়ে চতুর্থবারের মত সদর উপজেলার আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।এছাড়া তিনি জেলা চাউল মালিক গ্রুপের সাবেক সহ-সভাপতি, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সহ-সভাপতি, জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিচার্স ইনস্টিটিউটের সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
IPCS News : Dhaka : মাহবুবুল হক খান, দিনাজপুর।