সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বর্তমানে সোশ্যাল মিডিয়া সাংবাদিকদের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে: আইনমন্ত্রী

আপডেটঃ ৩:৩৩ অপরাহ্ণ | ডিসেম্বর ২৯, ২০২১

নিউজ ডেস্কঃ

আইনমন্ত্রী আনিসুল হক মন্তব্য করেছেন “সোশ্যাল মিডিয়া” এখন সাংবাদিকদের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে।আইনমন্ত্রী বলেন, এখন সবাই সাংবাদিক হয়ে গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রসারের কারণে।যার ফলে প্রকৃত সাংবাদিকরা চ্যালেঞ্জের মুখে পড়েছেন।আপনারা যারা লেখাপড়া করে সাংবাদিক হয়েছেন, তারা মানসিকভাবে নিজেকে যেভাবে তৈরি করেছেন।পড়ালেখা করে, কাজ করে যারা এই পেশায় আছেন তারা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার-কারীদের কারণে কোণঠাসা অবস্থায়।ফেসবুক ব্যবহারকারীরা ঘরের মধ্যে বসেই সাংবাদিকতা করছেন।এই যে পার্থক্য, এই জন্য আপনাদের লড়াই করে বেঁচে থাকতে হবে।বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির এক অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, আপনারা যারা আসল সাংবাদিকতা করার জন্য শিক্ষিত-প্রশিক্ষিত, আপনাদের পেশাদারিত্বের জায়গাটায় যেন অ্যামেচারিজম না আসে, সেদিকে সজাগ থাকতে হবে।এ ব্যাপারে সরকার আপনাদের সব রকম সহায়তা করবে।

IPCS News : Dhaka :