সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মৃত দুই বাচ্চার পাহারায় মা কুকুর

আপডেটঃ ৪:১৩ অপরাহ্ণ | ডিসেম্বর ১৬, ২০২১

নিউজ ডেস্কঃ

রাজশাহী প্রতিনিধি:- মৃত দুই বাচ্চাকে রাস্তার মাঝখানে বসে পাহারা দিচ্ছে মা কুকুর।১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে রাজশাহী মহা-নগরীর তেরখাদিয়া এলাকার বিভাগীয় স্টেডিয়ামের গেটের সামনে সন্তানের জন্য শোকাহত মা কুকুরের ভালবাসার দৃশ্যটি দেখা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান সকাল সাতটার দিকে ঐ কুকুরটির বাচ্চা দুটির একটি অটোরিকশা চাপায় মারা যায়।এরপর থেকে মা কুকুরটি তার মৃত দুই বাচ্চার পাশে বসে আছে।পাশ দিয়ে কেউ গেলে মা কুকুরটি ঘেউ ঘেউ করে তেড়ে যাচ্ছে।ফলে মৃত বাচ্চা দুটিকে রাস্তার মাঝ থেকে সরানো যাচ্ছিল না।শোকে কাতর মা কুকুরটিকে সারাক্ষণ দুই বাচ্চার পাশে বসে আছে।স্থানীয় চা দোকানদার দুলাল হোসেন জানান বাচ্চা দুটি মারা যাওয়ার পর থেকে মা কুকুরকে এক সেকেন্ডের জন্য তার মৃত দুই বাচ্চার পাশ থেকে নড়েনি।সন্তানের প্রতি পশুদেরও ভালোবাসা কত গভীর যা মা কুকুর টিকে দেখলেই অনুমান করা যায়।”মা” ”মা-ই” সে পশু বা মানুষ হোক।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।