রাজশাহী চিনিকলে ৫৭ তম আখ মাড়াই এর উদ্বোধন
আপডেটঃ ১১:০৭ পূর্বাহ্ণ | ডিসেম্বর ০৫, ২০২১
নিউজ ডেস্কঃ
রাজশাহী (মহানগর) প্রতিনিধি :-রাজশাহী চিনিকলে ২০২১-২২ এর ৫৭ তম আখ মাড়াই এর শুভ উদ্বোধন করা হয়েছে।শুক্রবার বেলা ৪ টায় রাজশাহীর হরিয়ান চিনিকলের রাচিক কেইন কোরিয়ান প্রাঙ্গণে আখ মাড়াইয়ের উদ্বোধন করা হয়।রাজশাহী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো: শাহজাহান কবিরের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উৎপাদন ও প্রোকৌশল পরিচালক (গ্রেড ২) ঢাকা প্রোকৌশলী বিএসএফআইসি এনায়েত হোসেন।এ সময় বক্তরা জানান, চিনকলগুলো আধুনিকায়ন হলে বাড়বে চিনির উৎপাদন।সেই সঙ্গে উন্নত জাতের আখ চাষের ব্যবস্থা হবে।ফলে আবারও কর্মচঞ্চল হয়ে উঠেবে চিনকল ও আশেপাশের এলাকা।শুধু তাই নয়, অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এখানে।তাই নতুন করে চিনিকলকে ঢেলে সাজাতে হবে।বক্তরা জানান, সেই সাথে দূর হবে কর্মচারী-কর্মকর্তাদের বেতন সমস্যা।
চিনিকলকে আধুনিকায়ন করতে বিদেশি সহায়তা আনার চেষ্টা চালানো হচ্ছে।অন্য শস্য গুলোতে লাভ বেশি হওয়ায় কৃষকরা আখ চাষে বিমুখ হচ্ছে।আখের দাম বৃদ্ধি করে এই শিল্পকে আরো উপযোগী করে গড়ে তুলতে হবে।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।