প্রবাসীদের দেশে আসতে নতুন নির্দেশনা দিল সরকার
আপডেটঃ ২:৫৭ অপরাহ্ণ | ডিসেম্বর ০১, ২০২১
নিউজ ডেস্কঃ
সরকার ওমিক্রন প্রতিরোধে প্রবাসীদের মধ্যে যারা দেশে ফিরতে চান, তাদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে।প্রবাসে থাকা বাংলাদেশিদের এখন থেকে দেশে আসতে হলে ৪৮ ঘণ্টা আগে করোনা রিপোর্ট দেখাতে হবে, আগে যা ছিল ৭২ ঘণ্টা।মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার-কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক রাজধানীর বিসিপিএস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।মন্ত্রী জাহিদ মালেক বলেন, আফ্রিকা থেকে যেসব যাত্রীরা আসবেন, বাধ্যতামূলক ভাবে তাদের ১৪ দিনের কোয়ারেন্টিনে নিতে বলেছি।সেই সাথে ৪৮ ঘণ্টা আগের করোনার সার্টিফিকেট দেখাতে হবে।তিনি আরও জানান, যে কোনো দেশ থেকেই আসুক, করোনা টেস্ট ছাড়া এলে তাকে অবশ্যই ৪৮ ঘণ্টার বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যেতে হবে।মন্ত্রী বলেন, কোয়ারেন্টিনের জন্য আমাদের আগের যে হোটেল গুলো ছিল, আমরা আবারও তাদের আহ্বান জানাচ্ছি এবং সেগুলোতে কোয়ারেন্টিনের ব্যবস্থা করছি।
মন্ত্রী বলেন, ওমিক্রনের সংক্রমণ থেকে বাঁচতে, আমরা বিমানবন্দর, স্থলবন্দরসহ দেশের সব প্রবেশ পথে নির্দেশনা জারি করেছি।আশা করছি সবাই সহযোগিতা করলে আমরা সফল হব।জাহিদ মালেক প্রবাসীদের আপাতত দেশে না আসার আহ্বান জানিয়ে বলেন, যারা বিদেশে কর্মরত আছেন, বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে আছেন, তাদের প্রতি অনুরোধ আপনারা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করেন।
কারণ, যদি আফ্রিকা থেকেই একসঙ্গে ২০ হাজার লোক দেশে চলে আসেন, আমরা কিন্তু সবাইকে কোয়ারেন্টিনের ব্যবস্থাও করতে পারব না।
IPCS News : Dhaka :