আগামী ২২ জানুযারী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ শুরু
আপডেটঃ ১১:৪৮ পূর্বাহ্ণ | ডিসেম্বর ০১, ২০২১
নিউজ ডেস্কঃ
আগামী ২২ জানুয়ারী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট শুরু হবে।গত সোববার সন্ধ্যা ৬ টায় জেলা পুলিশ সুপার রাজশাহী এর সম্মেলন কক্ষে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট সমিতির সভা পুলিশ সুপার ও সমিতির আহবায়ক এবিএম মাসুদ হোসেন বিপিএম(বার) এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।সভা শেসে প্রিমিয়ার ডিভিশনের ক্লাবগুলিকে ৩১ ডিসেম্বরের মধ্যে নগদ ২ হাজার টাকা এন্ট্রি ফিসহ সংস্থার সাধারন সম্পাদক বরাবর আবেদন করার জন্য বলা হয়েছে ও ১০ জানূয়ারীর মধ্যে খেলোয়াড়দের দলবদলের সময় নির্ধারন করা হয়েছে বলেও ক্রিকেট সমিতির সদস্য সচিব মোঃ তৌরিদ আল মাসুদ রনি জানান।এ সময় সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী, সমিতির যুগ্ম সদস্য সচিব মোঃ আনতেষাব আলম, সদস্য মোঃ নজরুল ইসলাম সরকার, মোঃ রোকুনুজ্জামান, মোঃ জাভেদ আকতার বেবী, মীর তৌহিদুর রহমান. ঘাবিব আহমেদ রনি ও মোঃ জামিলুর রহমান সাদ ও অতিরিক্ত পুুিলশ সুপারগন উপস্থিত ছিলেন।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।