পর পর ৩টি উইকেট পেয়ে “মুক্তি সংঘের“ “আবেদের“ হ্যাট্রিক
আপডেটঃ ১২:০১ অপরাহ্ণ | নভেম্বর ২৩, ২০২১
নিউজ ডেস্কঃ
রাজশাহী বিভাগীয় মহিলা ক্রিড়া কমপ্লেক্স মাঠে অনুষ্টিত ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর খেলায় গতকাল (২২ নভেম্বর) সোমবার রাজশাহী ক্রিকেট কোচিং স্কুল ১০ রানে হারায় সারদা ক্রিকেট একাডেমীকে।টস জয়ী রাজশাহী ক্রিকেট ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৫১ রান।দলের পক্ষে অর্নব ৬০ ও প্রকৃত ২৬ রান করেন।বিপক্ষে দলের রাসেল ২২ ও রাজু ৯ রানে ২টি করে উইকেট নেন।জবাবে সারদা ক্রিকেট একাডেমী ব্যাট করতে নেমে ১৮,২ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১৪১ রান।দলের পক্ষে রাফি ৩৬ ও তনু ২০ রান করেন।বিপক্ষে রায়হান ১২ রানে ৪টি ও পারভেজ ২৮ রানে ৩টি উইকেট নেন।দিনের অন্য খেলায় মুক্তি সংঘ আবেদের হ্রাট্রিকের সুবাদে ৫ উইকেটে হারায় ফাইটার ইলেভেন ক্রিকেট একাডেমীকে।টস জয়ী ফাইটার ব্যাট করতে নেমে ১৭.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ৯৩ রান।
দলের পক্ষে ওয়ালিদ ৩২ ও সাগর ২৩ রান কনের।বিপক্ষে আবেদ ১৭ রানে ৫টি ও রনি ৫ রানে ২টি উইকেট নেন।জবাবে মুক্তি ব্যাট করতে নেমে ১৬.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ৯৬ রান।দলের পক্ষে সান ২৯ ও আশিক ২০ রান করেন।বিপক্ষে জয় ২৩ রানে ২টি ও ওয়ালিদ ১৪ রানে ১টি উইকেট নেন।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।