শহীদ এ,এইচ,এম কামারুজ্জামানের সমাধিতে রাজশাহী জেলা ক্রীড়া ও বিভাগীয় ক্রীড়া সংস্থার শ্রদ্ধাঞ্জলী
আপডেটঃ ১২:২৪ অপরাহ্ণ | নভেম্বর ০৪, ২০২১
নিউজ ডেস্কঃ
জেল হত্যা দিবস উপলক্ষে গতকাল বুধবার ৩ নভেম্বর রাত ১২ . ১ মিনিটে বিভাগীয় ক্রীড়া সংস্থা ও সকাল ১১ টায় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে রাজশাহীর কৃতি সন্তান শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান হেনার সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, বিভাগীয় ক্রীড়া সংস্থার নবাগত সাধারন সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ডাবলু সরকার ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী।শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদের রুহের মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।পরে শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান হেনার কবর জিয়ারত ও বাদ জোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় ।এ সময় বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা,সদস্য ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
IPCS News : Dhaka : জি. এম. হাসান ই-সালাম বাবুল : রাজশাহী।