সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

হারানো মোবাইল উদ্ধার করে দিলো আরএমপি সাইবার ক্রাইম ইউনিট

আপডেটঃ ১২:০১ অপরাহ্ণ | নভেম্বর ০৩, ২০২১

নিউজ ডেস্কঃ

আরএমপি নিউজঃ রাজশাহী মহানগরীতে হারানো মোবাইল উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করছে আরএমপি সাইবার ক্রাইম ইউনিট।ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মোঃ মানিক গত ১০ অক্টোবর ২০২১ সন্ধ্যা ৭.০০ টায় বাড়ী হতে কোর্ট স্টেশন মোড় যাওয়ার পথে তার ব্যবহৃত VIVO-Y20 মোবাইল ফোন হারিয়ে যায়।উক্ত সংক্রান্তে কাশিয়াডাঙ্গা থানায় একটি হারানো জিডি এন্ট্রি হয়।জিডি এন্ট্রি পরবর্তীতে সাইবার ক্রাইম ইউনিটের সহকারি পুলিশ কমিশনার জনাব উৎপল কুমার চৌধুরীর নির্দেশনায় ও সার্বিক তত্বাবধানে এএসআই মোঃ সাইফুল ইসলাম, এএসআই মোঃ সুরুজ হোসেন ও তার টিম তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে গত ২ নভেম্বর ২০২১ নগরীর বোয়ালিয়া মডেল থানার ঘোড়ামারা হতে হারানো মোবাইল উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করে।

হারানো মোবাইল ফোন ফিরিয়ে পেয়ে মোঃ মানিক আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয় সহ সাইবার ক্রাইম ইউনিটের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

IPCS News : Dhaka : আর এম পি নিউজ : রাজশাহী।